• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

আরটিভি অনলাইন রিপোর্ট, নারায়ণগঞ্জ

  ০২ অক্টোবর ২০১৭, ১৯:২২

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সাইফুল ইসলাম সীমান্ত নামে এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় শহরের ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভাঙচুর করেছে নিহতের স্বজনেরা।

ওই ঘটনায় হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। সীমান্ত বন্দর উপজেলার আমিন এলাকার নাঈম মিয়ার ছেলে। সে বিএম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, সোমবার দুপুর ১২টার দিকে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সীমান্ত নামের এক স্কুলছাত্র।

পরে বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে।

সেখান থেকে নারায়ণগঞ্জ শহরের ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর পরপরেই দায়িত্বে অবহেলার অভিযোগ এনে হাসপাতালের ভিতরে বিক্ষোভ দেখায় নিহতের স্বজনরা।

তারা হাসপাতালের ভেতরে ভাঙচুর শুরু করেন। এরই একপর্যায়ে তারা চিকিৎসক, নার্স ও স্টাফদের লাঞ্ছিত করেন।

পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
ধ্রুব এষ আইসিইউতে
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
লক্ষ্মীপুরে হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু 
X
Fresh