• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মেয়র রুকন ঢামেকে ভর্তি

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৯

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রুকুনুজ্জামান রুকনকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি নতুন ভবনের ৬০১নং কেবিনে আছেন।

মেয়রের বড় ভাই মো. সাইফুল ইসলাম টুকন জানান, মেয়র রুকন হার্টের সমস্যা ও উচ্চ রক্তচাপের রোগী।

টুকন জানান, ছোট ভাই রুকন সোমবার সকালে ঢাকার উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৬০ নম্বর বাসা থেকে বের হয়ে স্থানীয় পার্কে যায়। সেখানে তার জন্য একজন লোক অপেক্ষা করছে বলে পরিবারের লোকজনকে জানায়। এর পর থেকেই তার আর কোনো খোঁজ পায়নি পরিবার।

এর পর গ্রামপুলিশের সহযোগিতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বুধবার মেয়রকে উদ্ধার করে পুলিশ।

মেয়রের বরাত দিয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার জানান, তাকে একটি কালো মাইক্রোবাসে করে এনে এখানে নামিয়ে দেয়া হয়। মাইক্রোবাসে তার চোখ বাঁধা ছিল।

পৌর মেয়রের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ব্যবসায় জড়িত। ‘ড্রেসম্যান বাইং হাউস’ নামে একটি প্রতিষ্ঠানে অ্যাডভাইজার হিসেবে আছেন রুকুনুজ্জামান রুকন।

অনেক খোঁজাখুঁজির পর মেয়রের সন্ধান চেয়ে থানায় জিডিও করেন বড় ভাই সাইফুল ইসলাম টুকন। উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) নং-১৬১১।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টার্ন চিকিৎসককে যৌন হয়রানি, শাস্তির দাবিতে মানববন্ধন
রাজধানীতে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় আইনজীবী নিহত
নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু 
X
Fresh