• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বনেতারা খুশি : কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট, নোয়াখালী

  ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫২

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বনেতারা খুশি হয়েছেন। তবে বিএনপি খুশি হতে পারেনি। তারা বিভিন্ন সময়ে মিথ্যাচার করে আওয়ামী লীগ ও দেশের বদনাম করছে। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার বিকেলে নোয়াখালীর সূবর্ণচরে এক জনসভায় তিনি একথা বলেন। উপজেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।

তিনি আরো বলেন, দেশ বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হবে। তাই আবারো নৌকায় ভোট দিতে হবে।

মন্ত্রী আরো বলেন, জাতিসংঘের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন। প্রধানমন্ত্রীর ভূমিকায় বিশ্বনেতারা খুশি হয়েছেন। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নত হচ্ছে। দেশের প্রতিটি গ্রাম ও শহরে অসংখ্য উন্নয়ন হয়েছে। অচিরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

সভায় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আ জ ম বাহাউদ্দন নাসিম, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ এর সংসদ সদস্য আলহাজ একরামুল করিম চৌধুরীসহ কেন্দ্রীয় ও জেলা, উপজেলার নেতারা।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh