• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠালো মালয়েশীয় রেড ক্রিসেন্ট

চট্টগ্রাম প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৮

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের শরণার্থীদের জন্য ১০১ দশমিক ৫০১ টন ত্রাণ পাঠিয়েছে মালয়েশীয় রেড ক্রিসেন্ট।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ত্রাণবাহী কার্গো ফ্লাইটটি এসে পৌঁছায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশের পক্ষে তিনি ত্রাণসামগ্রী গ্রহণ করেন।

মো. হাবিবুর রহমান বলেন, মালয়েশীয় রেড ক্রিসেন্ট রোহিঙ্গাদের জন্য ১০১ দশমিক ৫০১ টন ত্রাণ পাঠিয়েছে। এর মধ্যে আছে কম্বল, জেরিক্যান, হাইজেনিক কিট, তারপুলিন এবং ওয়্যার হাউজ তাঁবু।

তিনি আরো বলেন, মালয়েশিয়া থেকে রোহিঙ্গাদের জন্য আনা এ চালানে ১০১ দশমিক ৫০১ টন ত্রাণ সামগ্রী আছে। এসব ত্রাণ রোহিঙ্গাদের মাঝে বিতরণের জন্য কক্সবাজার পাঠিয়ে দেয়া হবে।

ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে মালয়েশিয়ান রেড ক্রিসেন্টের প্রতিনিধি ভ্লাদিস্লেভ ইসচুক ও চট্টগ্রাম রেড ক্রিসেন্টের সেক্রেটারি আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
গাজায় ১৯৬ ত্রাণকর্মী নিহতের তদন্ত চায় জাতিসংঘ
গাজায় প্রতিদিন কয়টি ত্রাণবাহী ট্রাক ঢুকতে পারবে, জানাল ইসরায়েল
X
Fresh