• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা ক্যাম্পে হাতির আক্রমণ, নিহত ২

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজার

  ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১২:২৯

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ রোহিঙ্গা।

সোমবার ভোরে উখিয়ার কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শামশুল আলম (৫৫) ও তার দু'বছর বয়সী ছেলে ছৈয়দুল আমিন। শামশুল আলম মিয়ানমারের রাখাইন রাজ্যের বলিবাজার ফকিরের ডেইল এলাকার নুরুল আলমের ছেলে।

উখিয়ার ওসি (তদন্ত) মো. কায় কিসলু জানান, উখিয়ার কুতুপালং মধুরছড়া নামক স্থানে বন্য হাতি চলাচলের রাস্তায় গড়ে ওঠা রোহিঙ্গা ক্যাম্পে একদল বন্যহাতি আক্রমণ চালায়। এসময় দুইজন রোহিঙ্গা হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান। এসময় দৌড়াদৌড়ি করতে গিয়ে আরো পাঁচজন আহত হয়েছেন।

তিনি বলেন, এঘটনায় আরো কয়েকজন নারী আহত হয়েছেন বলে খবর পেয়েছি। যাদের কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
নড়াইলে সুলতান আর্টক্যাম্প ও প্রদর্শনীর উদ্বোধন   
শিশুখাদ্যে অতিরিক্ত চিনির বিষয়টি ব্যাখ্যা দিলো নেসলে
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
X
Fresh