• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আরো ৪ রোহিঙ্গার লাশ উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট, টেকনাফ

  ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১২:২৪
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুই শিশুসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সাবরাং নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

টেকনাফ মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন খান বলেন, সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ থেকে এক শিশু ও নারী এবং নয়াপাড়া থেকে একজন পুরুষ ও শিশুর মরদেহ উদ্ধার করে। তাদের স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের সহায়তায় যথাযোগ্য মর্যাদায় দাফনের ব্যবস্থা চলছে।

মরদেহ চারটি রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানান ওসি।

এদিকে গেলো মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে নাফ নদীতে দুইটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল। সে ঘটনায় বুধবার রাতে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া গেলো ২৯ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরে মোট ২২টি নৌকাডুবির ঘটনা ঘটে।

রাখাইনের কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে গেলো ২৫ আগস্ট রাতে সন্ত্রাসী হামলা হয়। এর জেরে সেখানে নতুন করে সহিংস সেনা অভিযান শুরু হয়। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে কয়েক সপ্তাহে তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
পুকুরে ভাসছিল শিশুর মরদেহ, টানাটানি করছিল কুকুরে!
X
Fresh