• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের জন্য পৌঁছেছে মালয়েশিয়ার ত্রাণ

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৭

রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়াল ত্রাণ পৌঁছেছে চট্টগ্রামে, রোববার যাবে কক্সবাজার।

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য মালেয়শিয়ার পাঠানো ১২ টন ত্রাণ নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনে পৌছেছে একটি বিমান।

শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বিমানটি চট্টগ্রাম বিমানবন্দরে পৌছায়।

পরে মালয়েশিয়ার থেকে ত্রাণ নিয়ে আসা দলটি চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহামন চৌধুরীর কাছে ত্রাণগুলো হস্তান্তর করেন।

ত্রাণসামগ্রীর মধ্যে খাদ্যদ্রব্য, পানি বিশুদ্ধকরণ ওষুধ, কাপড়চোপড়, শ্যাম্পুসহ মোট ১৪ পদের বিভিন্ন সামগ্রী রয়েছে।

এ ত্রাণগুলো আগামীকাল ট্রাকযোগে কক্সবাজারের পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরে কক্সবাজারের জেলা প্রশাসন সেগুলো রোহিঙ্গাদের মাঝে বিতরণ করবেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh