• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঋণের প্রলোভন দেখিয়ে কোটি টাকা নিয়ে উধাও এনজিও (ভিডিও)

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ এপ্রিল ২০২৩, ২২:১২

নরসিংদীর শিবপুরে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের জামানতের কোটি টাকা নিয়ে পালিয়েছে পিডিবি নামে একটি এনজিও।

উপজেলার বাঘাব, দুলালপুর, মাছিমপুরসহ বেশকিছু ইউনিয়নের অন্তত ৫০০ উদ্যোক্তা এবং বিদেশ যেতে ইচ্ছুকরা এই প্রতারণার শিকার হন। থানায় অভিযোগ করেও কোনও ফলাফল পাওয়া যায়নি।

নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের বিরাজনগর গ্রামের কৃষক বজলু মিয়া। নাম মাত্র সুদে ১ লাখ টাকা ঋণ পাওয়ার আশায় এনজিওটিতে নগদ ১০ হাজার টাকা জামানত রাখেন। গত ১৯ ফেব্রুয়ারির আগে ঋণের টাকা বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও টাকা নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটি।

ভুক্তভোগীরা জানান, তিন লাখ টাকা ঋণ পেতে ১৫ হাজার টাকা দাবি করে তারা। আর ফরম বাবদ ৬শ টাকা দাবি করে। এগুলো প্রদান করার পর থেকেই তারা উধাও। আমরা এর বিচার চাই।

নরসিংদীর শিবপুরের উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, পিডিবি নামে শিবপুরে নিবন্ধিত কোনও এনজিও কিংবা ঋণদানকারী প্রতিষ্ঠান নেই। তারা মারত্মক অন্যায় কাজ করেছে।

নরসিংদীর শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, আমরা অভিযোগ পেয়েছি। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

প্রায় ৩০টি গ্রামের পাঁচ শতাধিক লোকের কাছ থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেওয়া হবে : ইসি আলমগীর
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
নরসিংদীতে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষ, নিহত ১ 
জামিনে মুক্তি পেলেন সেই খালেদা, অঝোরে কাঁদলেন মেয়েকে জড়িয়ে
X
Fresh