• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

১৯ সেপ্টেম্বর মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে হেফাজত

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২০

মিয়ানমারের আরাকান রাজ্যে মুসলমানদের ওপর বর্বরোচিত নির্যাতন এবং গণহত্যার প্রতিবাদে ১৯ সেপ্টেম্বর ঢাকার মিয়ানমার দূতাবাস ঘেরাও করা হবে। এছাড়া ১৬ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভসহ ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।

তিনি বলেন, গণহত্যা ও রোহিঙ্গাদের নির্যাতন বন্ধ করে তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করা না হলে হেফাজতে ইসলাম আরাকান অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করবে।

অবিলম্বে মিয়ানমার সরকারের গণহত্যা এবং অত্যাচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রোহিঙ্গাদের সেদেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করার জন্য সরকারের কাছে দাবি জানান হেফাজতের মহাসচিব।

এসময় মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন, সীমান্ত এলাকায় ভূমি আইন স্থাপনসহ বাংলাদেশের দিকে গুলি ছোড়ার যে স্পর্ধা দেখানো হয়েছে, তার সমুচিত পাল্টা জবাব দেয়ার আহ্বান জানান হেফাজত নেতারা।

এছাড়া সংবাদ সম্মেলনে জাতিসংঘসহ সব বিশ্বসংস্থাকে রোহিঙ্গাদের পাশে থাকার আহ্বান জানান হেফাজত নেতা বাবুনগরী।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।

সি/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইভীর বিরুদ্ধে মামলার হুমকি হেফাজত নেতার 
পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ 
ধর্ষণ মামলায় জামিন পেলেন হেফাজত নেতা মামুনুল হক
ঈদের আগে মামুনুল হককে মুক্তি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি
X
Fresh