• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

গোপালগঞ্জে আগুনে পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

আরটিভি অনলাইন রিপোর্ট, গোপালগঞ্জ

  ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৯

গোপালগঞ্জ শহরে আগুন লেগে পুড়ে গেছে একটি গুদাম, তিনটি দোকান ও তিনটি বসত ঘর। এতে অন্তত ৩০ লাখ টাকার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাতে জেলা শহরের সিকদারপাড়ায় (ব্যাপারী পট্টি) এই অগ্নিকাণ্ড ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নিয়ামূল হুদা জানান, ওই এলাকার সুলতান মোল্যার চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে তিনটি দোকান, একটি গুদাম ও তিনটি বসতঘর পুড়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়।

এদিকে ক্ষতিগ্রস্তরা জানান, এ অগ্নিকাণ্ডে কম করে হলেও ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তারা অভিযোগ করেন, পৌরসভা কর্তৃপক্ষ শহরের ভাঙা সড়ক ঠিক না করায় ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে আসতে পারেনি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

জেবি/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh