• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে সাবেক স্বামীর অ্যাসিডে স্ত্রীসহ দগ্ধ ৩

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:০৬

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় একই পরিবারের তিনজনকে অ্যাসিডে নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে জুগলী ইউনিয়নের কালাপাগলা গ্রামে এ ঘটনা ঘটে।

অ্যাসিড দগ্ধরা হলেন উপজেলার কালাপাগলা গ্রামের আবুল কালামের দুই মেয়ে মরিয়ম আক্তার (২২), মহিরন (১৪) ও ছেলে রাসেল (২০)।

এ ঘটনায় আটককৃতরা হলেন মরিয়ম আক্তারের সাবেক স্বামী হালুয়াঘাট সদর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সোহেল (৩০) ও জুগলী ইউনিয়নের কালাপাগলা গ্রামের আল-আমিন (১৯) এবং একই এলাকার উজ্জ্বল বণিক।

জেলার এএসপি সার্কেল আলমগীর হোসেন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ঘরে থাকা তিন ভাইবোনকে জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করেন মরিয়মের সাবেক স্বামী সোহেল। পরে স্থানীয়রা তাদের হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

স্থানীয়রা জানান, সোহেল প্রথম বিয়ের কথা গোপন করে প্রেমের ফাঁদে ফেলে মরিয়মকে প্রায় দুই বছর আগে বিয়ে করে। মাদকাসক্ত হওয়ার কারণে তাদের মধ্যে বনিবনা ছিল না। পরে মরিয়ম বাধ্য হয়ে প্রায় আট মাস আগে সোহেলকে ডিভোর্স দেয়।

এ ঘটনায় হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহেল ও আল-আমিন ও অ্যাসিড বিক্রির অভিযোগে উজ্জ্বল বণিককে আটক করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
প্রেম করে বিয়ের ২ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 
নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
X
Fresh