• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মেঘনায় ট্রলার ডুবি: দুজনের মরদেহ উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট, কিশোরগঞ্জ

  ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫০

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে ভৈরবের টুক চাঁনপুর গ্রামের কাছে নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃতরা হলেন- সাতক্ষীরার দেবহাটা উপজেলার অরুণ ব্যানার্জি ( ২৮) ও বরগুনার গোবিন্দ্র তাহান (৫২)। তারা দুইজন ভৈরবের একটি ইট ভাটার শ্রমিক।

গেলো শনিবার বিকেলে ঝড়ের কবলে পড়ে ভৈরবের মেঘনা নদীতে খলাপাড়া এলাকায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে ১০ জন যাত্রী ছিলেন। ট্রলারটি ডুবে গেলে ৮ জন যাত্রী সাঁতরে পারে উঠলেও দুজন যাত্রী নিখোঁজ হয়।

ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক আসাদুর রহমান জানান, ট্রলার ডুবির কথা কেউ পুলিশকে জানায়নি। আজ খবর পেয়ে আমরা ওই দুজনের মরদেহ উদ্ধার করি। মরদেহগুলো গলিত ও পচন ধরে যাওয়ায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেবি/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেঘনায় ৮০০ যাত্রী নিয়ে লঞ্চ বিকল
‘ঈদে দুই সিনেমায় কাজ করে আমি অভিনেতা হিসেবে তৃপ্ত’
মেঘনায় বাল্কহেডে অভিযান, ৪ সুকানি আটক
মেঘনা গ্রুপে নিয়োগ, নেবে একাধিক
X
Fresh