• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষ, যুবক নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট, কিশোরগঞ্জ

  ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৮

কিশোরগঞ্জের মিঠামইনে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আনিস নামে (৩০) এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষে ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল এবং ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের মধ্যে আগে থেকেই আধিপত্যের বিরোধ চলে আসছে। সম্প্রতি একটি পুকুরের পাড়ে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে রোববার বিকেলে মিয়াহাটি ও বামনহাটি গ্রামের লোকদের মধ্যে মারামারি হয়। এর জের ধরে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের উপস্থিতিতেই দু’গ্রামবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এ সময় বোরহান উদ্দিন চৌধুরীর পক্ষের মারফত আলীর ছেলে আনিস বল্লমের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। এসময় পুলিশসহ দু’গ্রামের অন্তত ২০ জন আহত হন।

মিঠামইন থানার ওসি আলমগীর হোসেন জানান, সংঘর্ষ থামাতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া আহত গ্রামবাসীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রানা প্লাজা ট্রাজেডির ১১ বছর, মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
নিহত চুয়েটের ২ শিক্ষার্থীর পরিবার পাবে ১০ লাখ টাকা 
X
Fresh