• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শিমুলিয়ায় ১৩ ফেরি বন্ধ, পারের অপেক্ষায় ৭শ’ গাড়ি

আরটিভি অনলাইন রিপোর্ট, মুন্সীগঞ্জ

  ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৮

নাব্য সংকট তীব্র হওয়ায় পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে চলাচলকারী ২১টি ফেরির মধ্যে ১৩টি ফেরি বন্ধ রয়েছে। ফলে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পদ্মা পারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা সাতশ’ ছাড়িয়েছে। দীর্ঘ অপেক্ষায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ নেওয়াজ খালেদ জানান, চ্যানেলের গভীরতা কমে যাওয়ায় রো রো, মিডিয়াম ও ডাম্প ফেরিগুলো চলতে পারছে না। ছোট ফেরি দিয়ে পারাপার করায় সময় লাগছে দেড়গুণ বেশি।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, রোববার দুর্ভোগ কমাতে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে ঘাট এলাকা থেকে ট্রাক এবং বাস ভিন্ন রুটে নিতে বলা হচ্ছে।

বিআইডব্লিউটিএ’র চিফ ইঞ্জিনিয়ার (ড্রেজিং) আব্দুল মতিন বলেন, একটি ড্রেজার মেশিন ড্রেজিং করতে দুই নটিক্যাল মাইল বেগে স্রোতের বিপরীতে কাজ করতে পারে। কিন্তু বর্তমানে পদ্মায় পাঁচ নটিক্যাল মাইল বেগে স্রোত প্রবাহিত হচ্ছে। ফলে ড্রেজিং করতে গেলে পাইপ এবং সরঞ্জামাদি ভেঙে যাচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসের ধাক্কায় ফেরিতে থাকা ৪ মোটরসাইকেল নদীতে
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে যাত্রীবাহী ফেরিডুবি, নিহত অন্তত ৫৮
পুরনো গাড়ির মতো বসে গেছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh