• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রাম মেডিক্যালে আরো ৫ রোহিঙ্গা ভর্তি

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৪

গুলি আর বোমার জখম নিয়ে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে প্রবেশের পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরো পাঁচ রোহিঙ্গা।

চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান সীমান্ত দিয়ে পালিয়ে আসা এ রোহিঙ্গারা রোববার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আহতদের মধ্যে মো. ইউনুস (২০), মো. আলম (২০), বশির উল্লাহ (৬৫) ও খালেদ হোসেন (২৫) গুলিবিদ্ধ; আর হোসাইন জোহা (২২) এসেছেন বোমার ক্ষত নিয়ে।

তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে এএসআই আলাউদ্দিন জানান।

গেলো ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর নতুন করে দমন অভিযান শুরু হয়েছে। প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা প্রতিদিনই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছেন।

গেলো ১১ দিনে মোট ৪৬ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে একজন গেলো ২৬ আগস্ট এবং একজন ৩০ আগস্ট মারা যান।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh