• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আরো ৫ রোহিঙ্গার লাশ উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজার

  ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪০

মিয়ানমার থেকে পালিয়ে আসা গুলিবিদ্ধ দম্পতিসহ আরো পাঁচ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান, শনিবার রাতে বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী পয়েন্টে শূন্য রেখার বাংলাদেশ অংশে গুলিবিদ্ধ নারী-পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি মরদেহ দুটি উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতরা দম্পতি। তাদের সীমান্তের জলপাইতলীতে রাখা হয়েছে। তবে নিহত দম্পতির পরিচয় জানাতে পারেনি বিজিবি।

এদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান বলেন, শনিবার রাতে হোয়াইক্যং খারাংখালী নাফনদ থেকে আরো শিশুসহ তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।

২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে পুলিশ পোস্ট ও সেনাক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সহিংসতা ছড়িয়ে পড়লে গলো পাঁচ দিনে নাফ নদ থেকে ৫৫ জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার হয়। আর এ পর্যন্ত সবমিলিয়ে চার শতাধিক প্রাণহানি হয়েছে। এদের বেশির ভাগই রোহিঙ্গা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির মরদেহ
চাঁদপুরে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
বিকালে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, পরের দিন মিলল গৃহবধূর মরদেহ
X
Fresh