• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টায় অপসারণ : মেয়র

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০১

আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

আজ শনিবার দুপুরে রাজধানীর ধোলাইখালস্থ সাদেক হোসেন খোকা মাঠের সামনে থেকে বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

ইতোমধ্যে কোরবানির বর্জ্য অপসারণে বেঁধে দেয়া টাইমলাইন অনুযায়ী কাজ শুরু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন।

সাঈদ খোকন বলেন, আমরা বর্জ্য অপসারণ শুরু করলাম। ২৪ ঘণ্টার মধ্যেই উভয় সিটি করপোরেশন বর্জ্য অপসারণ করবে। এজন্য ১৭ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন।

পশু জবাই করার নির্ধারিত স্থান সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, রাজধানীতে যে পরিমাণের পশু কোরবানি হয়, সে তুলনায় এ স্থান অপ্রতুল।

পাশাপাশি নগরবাসীও বাড়ির নিচে কোরবানি করতে পছন্দ করেন। তবে আমরা আশা রাখি আগামীতে নির্ধারিত স্থানে আসার হার বাড়বে।

এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমডোর শফিকুল আলম প্রমুখ।

সি/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন দুই মেয়র
শপথ নিলেন কুমিল্লা ও ময়মনসিংহ সিটির মেয়র
২৪ ঘণ্টার মধ্যে ইন্টারনেট ও ডিসের তার অপসারণের নির্দেশ
যানজট নিরসনে নেমে মেয়র খেলেন মামলা 
X
Fresh