• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পদ্মা পাড়েই ঈদ করলেন তারা

আরটিভি অনলাইন রিপোর্ট, মুন্সীগঞ্জ

  ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৩

ঈদুল আজহার দিনেও বাড়ি ফেরার অপেক্ষা শেষ হয়নি ঘরমুখো অনেকের। এদিনও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পাঁচ শতাধিক যানবাহন পদ্মা পারের অপেক্ষায় রয়েছে।

নাব্যতা সংকটের কারণে এ রুটে আপাতত রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে ১৫টি ফেরি চললেও পদ্মার তীব্র স্রোতের কারণে চালাতে হিমশিম খেতে হচ্ছে। শনিবার সকাল থেকেই যানবাহনগুলো নদী পারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, ঈদের দিন সকালে ঘাট এলাকায় পাঁচ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। ঘাটে যাত্রীবাহী বাসের সংখ্যাই বেশি। ঢাকা থেকে আসা অনেক গাড়ি গন্তব্যে পৌঁছাতে না পেরে ফিরে গেছে।

তিনি আরো জানান, নদীর পানি প্রয়োজনের তুলনায় কমে যাওয়ায় শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত থেকে রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এইচএসসি পরীক্ষা যে সময়ে হতে পারে
X
Fresh