• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টেকনাফ সীমান্তে ফের ১৪১ রোহিঙ্গা ফেরত পাঠালো বিজিবি

শাহীনশাহ, টেকনাফ (কক্সবাজার), আরটিভি অনলাইন

  ২৮ আগস্ট ২০১৭, ১৩:৫৪

কক্সবাজারের টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট হতে অনুপ্রবেশকালে ১৪১ জন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২৮ আগস্ট ভোররাতে বর্ডার গার্ডের টহলরত সদস্যরা অনুপ্রবেশকালে তাদের আটক করেন।

এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।

বিজিবির লেফটোন্যান্ট কর্নেল এসএম আরিফুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে হোয়াইক্যং ইউনিয়ন, সাবারাং ইউনিয়নের কয়েকটি সীমান্ত পয়েন্ট হতে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।

পরে তাদের মানবিক সহায়তাসহ ফেরত পাঠানো হয়।

টেকনাফের কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কর্নেল জাফর ইমাম সজিব জানান, জলপথে রোহিঙ্গা অনুপ্রবেশ নাই। তবে ঘুমধুমের সীমান্তে বেশি।

এদিকে বিজিবির নজরদারিকে এড়িয়ে মিয়ানমারের অনেক নাগরিক বাংলাদেশের অনুপ্রবেশের প্রচেষ্টা চালাচ্ছে বলে সীমান্তের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

গেলো বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার ভোরে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে রোহিঙ্গাদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এসময় পুলিশ ও সেনাবাহিনীর কমপক্ষে ২০টি তল্লাশিচৌকিতে হামলা হয়। এতে নিরাপত্তাবাহিনীর সদস্যসহ শতাধিক নিহত হয়।

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh