• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মেহেরপুরে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় সমঝোতা, কর্মসূচি প্রত্যাহার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ আগস্ট ২০১৭, ১৯:২৬

মেহেরপুরে ফুল ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ছানাউল্ল্যার সঙ্গে বৈঠকে সমঝোতা হওয়ায় এ সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা।

মেহেরপুর শহরের ফুল ব্যবসায়ী টুটুল মিয়াকে মারধরের অভিযোগে ব্যবসায়ীরা মঙ্গলবার সন্ধ্যায় কর্মসুচী ঘোষণা করেন।

সে অনুযায়ী বুধবার সকালে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ম্যাজিস্ট্রেটকে অপসারণের দাবি জানান নেতারা।

বৃহস্পতিবার পুনরায় কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন তারা।

তবে দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়।

এতে মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

এ সময় বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, প্রচার সম্পাদক সাফুয়ান আহম্মেদ রুপক ও সাংগঠনিক সম্পাদক মোঃ টোটন মিয়া সভায় ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করেন।

ব্যবসায়ী সমিতির নেতারা জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে টুটুলের বিষয়ে বক্তব্য উপস্থাপন করা হয়। তিনি সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা তার প্রতি সম্মান জানিয়ে কর্মসূচি প্রত্যাহার করেছি।

গেলো মঙ্গলবার বিকেলে হাকিম ছানাউল্ল্যার পিওনের সঙ্গে কথাকাটাকাটির জের ধরে পুলিশ ব্যবসায়ী টুটুলকে তুলে নিয়ে যায়।

এরপর তাকে মারধরের অভিযোগ ওঠে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামেন স্থানীয় ব্যবসায়ীরা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh