• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শোক দিবসে ক্লাস নেয়ায় কুবি শিক্ষককে বাধ্যতামূলক ছুটি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ আগস্ট ২০১৭, ১৭:১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহবুবুল হক ভূঁইয়াকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ।

ওই নির্দেশনায় এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথাও জানানো হয়।

শিক্ষার্থীরা জানান, গণযোগাযোগ বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শেষে চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। তবে একটি ব্যবহারিক পরীক্ষার নানা সমস্যার কথা শিক্ষার্থীরা বিভাগের সভাপতি মাহবুবুল হক ভূঁইয়াকে জানান।

পরে বিভাগের সভাপতি জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর অফিসে তাঁদের ডাকেন। ওই ব্যাচের ৪৮জন শিক্ষার্থীর মধ্যে ১৪ জন শিক্ষার্থী গতকাল তাঁর কাছে যান। তবে মাহবুবুল হক ভূঁইয়ার কক্ষে জায়গা না হওয়ায় তিনি সামাজিক বিজ্ঞান ভবনের ১০৬ কক্ষে শিক্ষার্থীদের নিয়ে বসেন। সেখানেই পরীক্ষার বিষয় নিয়ে কথা বলেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা চলছিল প্রশাসনিক ভবনের ৪শ’ ১১ নম্বর কক্ষে।

এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ জানতে পারেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহবুবুল হক ভূঁইয়া ক্লাস নিচ্ছেন।

তখন ছাত্রলীগের নেতাকর্মীরা ওইখানে গিয়ে শিক্ষকের কথা বলা বন্ধ করে দেন। পরে তারা ওই শিক্ষকের বহিষ্কার দাবি করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ আরটিভি অনলাইনকে বলেন, ‘আমরা তাকে ক্লাসে পেয়েছি। তিনি শোক দিবসে ক্লাস নিয়ে ধৃষ্টতা দেখিয়েছেন। আমরা তার বহিষ্কারের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছি।’

তবে অভিযোগ অস্বীকার করে মাহবুবুল হক ভূইঁয়া বলেন, ‘আমি ক্লাস নিচ্ছিলাম না। কথা বলছিলাম। পরীক্ষার জন্য ওই ব্যাচের ক্লাস বহু আগেই বাতিল করা হয়েছে।’

এ ঘটনায় প্রশাসনিক ও সব একাডেমিক ভবনে বুধবার তালা ঝুলিয়েছিল ছাত্রলীগ।

সেইসঙ্গে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ক্লাস নেয়া শিক্ষকের বহিষ্কারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় সংগঠনটি।

তারা ওই শিক্ষককে দেশদ্রোহী বলে ঘোষণা দিয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh