• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সুন্দরবনে র‍্যাবের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি, আটক ২

আরটিভি অনলাইন রিপোর্ট, বাগেরহাট

  ১৭ আগস্ট ২০১৭, ১০:১২

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্দার মানিক খালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৮ এর সঙ্গে বনদস্যু বাহিনীর গোলাগুলি হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়াও বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর থেকে ওই এলাকায় গোলাগুলি শুরু হয়।

আটককৃতরা হলেন জলদস্যু সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মিন্টু গাজী ও আবু ঢালী।

র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবীর জানান, গেলো কয়েকদিন ধরে সুন্দরবনে জেলে অপহরণসহ দস্যুদের উৎপাত বেড়ে যাওয়ায় র‌্যাবের টহলদল ভোর থেকে অভিযান শুরু করে। পরে বনদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

তিনি আরো জানান, সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে ১৫ আগস্ট মঙ্গলবার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হরিণটানা খাল এলাকা থেকে চার জেলেকে উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে বনদস্যুদের ব্যবহৃত ইঞ্জিনচালিত একটি বোর্ড ও ৯ রাউন্ড গুলি জব্দ করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুন্দরবনের ২ চিত্রা হরিণ পাথরঘাটা থেকে উদ্ধার
মিয়ানমার থেকে আবারও ভেসে আসছে গোলাগুলির শব্দ
যুক্তরাষ্ট্রে ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলি, আহত ৩
আলীকদমে গভীর রাতে তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলা, থমথমে পরিস্থিতি
X
Fresh