• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কর্মকর্তা নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট, কুড়িগ্রাম

  ১৬ আগস্ট ২০১৭, ২১:১০

বাসার আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন কুড়িগ্রামের নাগেশ্বরী থানার সাব ইন্সপেক্টর। নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম এএমএইচ মাসুদ রানা।
তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামাদহ বেতগারা এলাকায়। ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে তিনি।
পুলিশ জানায়, নাগেশ্বরী উপজেলা সদরের ডিএম একাডেমী হাই স্কুলের মসজিদ সংলগ্ন অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নানের বাসায় ভাড়ায় সপরিবারে থাকতেন এসআই মাসুদ রানা।
বন্যায় তার বাসার রুমে পানি উঠেছিল। এতে তার আইপিএস নষ্ট হয়ে যায়।
পানি নেমে গেলে বুধবার দুপুরে আইপিএস মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তখনো বাসার মেঝেতে পানি ছিল।
পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিকেল চারটায় নাগেশ্বরী থানা প্রাঙ্গণে প্রথম জানাযা শেষে মরদেহ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে পাঠানো হয়।
এসআই মাসুদ রানার স্ত্রীসহ তের বছরের একটি মেয়ে এবং ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh