• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পেঁয়াজের রপ্তানিমূল্য দ্বিগুণ করলো ভারত (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ আগস্ট ২০১৭, ১০:৫১

বন্যার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের রপ্তানিমূল্য দ্বিগুণ করেছে ভারত সরকার। ১৫০ ডলারের পেঁয়াজ এখন আমদানি করতে হচ্ছে সাড়ে তিনশ’ ডলারে।

এ সুযোগে দেশের বাজারেও পেঁয়াজের দাম বেড়েছে কয়েকগুণ। এক সপ্তাহ আগে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজ বিক্রি হতো কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকায়। সে পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়।

এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ আকারভেদে সর্বনিম্ন ৬০ ও সর্বোচ্চ ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা এক মাস আগেও ৩০ থেকে ৩৫ টাকা ছিল। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ মানভেদে ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হয়েছে যা এক মাস আগে ছিল ২৫ টাকা।

তবে পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, বেশি লাভের আশায় পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করেছেন আমদানিকারকরা।

তবে এ অভিযোগ অস্বীকার করে আমদানিকারকরা বলছেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করে ভারতীয় রপ্তানিকারকরা। আর এ রপ্তানিমূল্য দ্বিগুণ হওয়ায় দেশের বাজারে বেড়েছে পেঁয়াজের দাম।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ আরটিভিকে বলেন, ভারতীয় রপ্তানিকারকদের কাছে বাংলাদেশের পেঁয়াজ ব্যবসায়ীরা জিম্মি। তাই তারা ইচ্ছামতো পেঁয়াজের দাম বাড়াচ্ছে।

তবে সাধারণ ক্রেতাদের এখন একটাই দাবি পেঁয়াজের বাজারদর স্থিতিশীল রাখতে সরকারি নজরদারি আরো বাড়াতে হবে।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
আরও কমেছে পেঁয়াজের দাম, বেড়েছে ডিমের
X
Fresh