• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দিনাজপুরে পানির নিচে সোয়া লাখ হেক্টর ফসলি জমি (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, দিনাজপুর

  ১৫ আগস্ট ২০১৭, ১৪:২৫

দিনাজপুরে বন্যা পরিস্থিতির আর অবনতি না হলেও নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নামছে ধীর গতিতে। বন্যায় জেলার প্রায় সোয়া লাখ হেক্টর ফসলি জমি এবং ১২ হাজার পুকুর পানিতে তলিয়ে গেছে।

এদিকে এখনো রেল যোগাযোগ বন্ধ থাকলেও সড়কের পানি কিছুটা নেমে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে দিনাজপুরের সঙ্গে ঢাকাসহ অন্যান্য জেলার সড়ক যোগাযোগ চালু হয়েছে।
শহর রক্ষা বাঁধ ভাঙায় পানিতে এখনো তলিয়ে গেছে অনেক এলাকা।

জেলার গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ড, বিজিবি দিনাজপুর সেক্টরের সদর দপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান জলমগ্ন হয়ে রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকা ছাড়া অন্য সব এলাকায় এখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

জেলার কৃষি কর্মকর্তা জানিয়েছেন, বন্যায় সব চেয়ে ক্ষতি হয়েছে আমন চাষ। আমন চাষের ভরা মৌসুমে এ বন্যায় জেলার ১ লাখ ২৬ হাজার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এছাড়া নদী তীরবর্তী কয়েক হেক্টর জমি পানিতে বিলীন হয়ে গেছে।