• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৩০ বছরেও মেরামত হয়নি ঠাকুরগাঁওয়ের স্লুইস গেট (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ আগস্ট ২০১৭, ২১:৫১

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের রাউতনগর স্লুইস গেট কাম ওভার ব্রিজ গেলো ৩০ বছর এবং ঝালকাঠির কাঁঠালিয়ার লোহার ব্রিজ গেলো ১ বছরেও মেরামত করা হয়নি।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর ওপর ১৯৮২ সালে রাউতনগর স্লুইস গেট কাম ওভার ব্রিজ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ৮৭’র বন্যায় এটি ভেঙ্গে পড়লে, চরম দুর্ভোগে ৮ গ্রামের মানুষ।

প্রশাসনের বিভিন্ন দপ্তরে বার বার তদবির করেও এর কোনো প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা।

ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. ইয়াসিন আলী জানান, ব্রিজটি মেরামতের প্রস্তাবনা পাঠানো হয়েছে। একনেকে পাস হলেই সমস্যার সমাধান হয়ে যাবে।

ঝালকাঠির কাঁঠালিয়ার আমুয়ার লোহার সেতুটি বলগেটের ধাক্কায় ভেঙে পড়ার এক বছরেও মেরামত করা হয়নি।

বিকল্প পথ না থাকায়, স্কুল কলেজের শিক্ষার্থী ও গ্রামবাসীরা ঝুঁকি নিয়ে নৌকায় যাতায়াত করছেন।

ঝালকাঠি এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. সেলিম সরকার সেতুটি নতুন করে মেরামত করার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh