• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রংপুরে বন্যায় ৭০০ মেডিক্যাল টিম গঠন

আরটিভি অনলাইন রিপোর্ট, রংপুর

  ১৪ আগস্ট ২০১৭, ২০:১২

ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে পাহাড়ি ঢলে রংপুর বিভাগের সব জেলাই বন্যাকবলিত হয়ে পড়েছে। আট জেলায় বন্যা পরিস্থিতিতে চিকিৎসাসেবার জন্য ৭০০ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে তিন থেকে চারজন সদস্য রয়েছেন।

বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মোজাম্মেল হোসেন।

অন্যদিকে বিভাগের বন্যাকবলিত এলাকার ১৩০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মাহবুব এলাহী।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ ছিল ৫২ দশমিক ৭০ সেন্টিমিটার। এ পয়েন্টে বিপদসীমা ধরা হয় ৫২ দশমিক ৪০ মিটার। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।