• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ (ভিডিও)

ফেরদৌস খান ইমন, বরগুনা

  ০৭ আগস্ট ২০১৭, ০৮:৫০

গভীর সমুদ্রে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ। বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র এখন ইলিশে সয়লাব। যা বিক্রি হচ্ছে পানির দামে। স্থানীয় প্রশাসন বলছে, মা ইলিশ রক্ষা এবং অবৈধ জাল বন্ধে কঠোর অভিযান পরিচালনার কারণে প্রচুর ইলিশ ধরা পড়ছে।

বরগুনার পাথরঘাটার জেলেরা সকাল, সন্ধ্যা কিংবা রাত, যখনই গভীর সমুদ্রে মাছ শিকারে যাচ্ছেন, ফিরছেন ট্রলার ভর্তি ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে।

সমুদ্র থেকে এক একটি ট্রলার বোঝাই হয়ে আসছে প্রায় ৫ থেকে ২৫ হাজার পর্যন্ত ইলিশ। যা মন প্রতি ১২ থেকে ১৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। যশোর, বেনাপোল, খুলনা ও ঢাকাসহ বিভিন্ন জায়গায় মাছগুলো যাচ্ছে।

স্থানীয় জেলেরা বলেন, “সাগরে এতো মাছ জাল কাটি দিয়াও চইল্লা আওয়া লাগে। এখানে আষ্ট হাজার মাছ পাইছে, যে কম পাইছে সেও ৫ হাজার মাছ পাইছে।”

ইলিশের মৌসুম হওয়ায় পাথরঘাটায় দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি এখন ইলিশে বোঝাই। প্রতিদিন টানা ২৪ ঘণ্টায় চলছে ইলিশ বেচা-কেনা। তবে বেশি মাছ ধরা পড়ায় দাম কম পাশাপাশি বরফ না থাকায় বিপাকে পড়ছে জেলারা।

জেলার মৎস্যজীবী নেতারা বলছেন, ইলিশ প্রজনন মৌসুমে প্রশাসনের কঠোর নজরদারির কারণেই এখন এত ইলিশ পাওয়া সম্ভব হচ্ছে।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আরটিভি অনলাইনকে বলেন, প্রশাসনের উদ্যোগে অবৈধ জাল বন্ধ রাখার কারণেই ইলিশ মাছ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হুদা আরটিভি অনলাইনকে বলেন, জেলেদের সচেতন করা, সরকারের খাদ্য সহায়তা ইত্যাদির কারণে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম খুবই সাকসেসফুল হয়েছে।

আগামী ইলিশ প্রজনন মৌসুমে এভাবেই প্রশাসনের কঠোর নজরদারি থাকলে ইলিশ উৎপাদন আরো বাড়বে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমুদ্রের রোমাঞ্চকর গল্প বলেন তারা, শোনান গান
দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হাতিয়ার কমলার দিঘি সমুদ্রসৈকত 
X
Fresh