• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

স্বামী হত্যায় প্রেমিক ও স্ত্রীর ফাঁসি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জুলাই ২০১৭, ১৭:৪১

ময়মনসিংহে পরকীয়ার জেরে স্বামী ল্যান্স করপোরাল মাহাবুবুল আলমকে খুনের দায়ে পরকীয়া প্রেমিক ও স্ত্রীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রোববার ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবীর এ আদেশ দেন। তবে তারা দু’জনেই বর্তমানে পলাতক।

ফাঁসির দণ্ড প্রাপ্তরা হলেন প্রেমিক রেজাউল হক রেজা ও নিহতের স্ত্রী শিল্পী আক্তার।

২০১১ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহ নগরীর আকুয়ায় ভাড়াটিয়া বাসায় ল্যান্স কর্পোরাল মাহাবুবুল আলমকে কুপিয়ে খুন করে প্রেমিক রেজা ও নিহতের স্ত্রী শিল্পী।

ঘটনার একদিন পরে ময়মনসিংহ কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন নিহতের ভাই মেহেদী হাসান জুয়েল। পরে পুলিশ খুনি শনাক্ত করে প্রেমিক রেজা ও নিহতের স্ত্রী শিল্পী আক্তারকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।

রোববার দীর্ঘ শুনানি শেষে ওই মামলার আদালত আসামিদের ফাঁসির আদেশ দেন।

মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এপিপি অ্যাড. আবুল কালাম। এবং আসামী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. মকবুল হোসেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
৩০ বছর বয়সে ১৪ নারীর স্বামী সাঈদ
X
Fresh