• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বান্দরবানে পাহাড় ধসে এখনো নিখোঁজ ৩ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, বান্দরবান

  ২৭ জুলাই ২০১৭, ১৬:১১

বান্দরবানে পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে পঞ্চম দিনের মতো বৃহস্পতিবারও অভিযান চলছে।

সেনাবাহিনী, দমকলবাহিনী ও রেডক্রিসেন্ট সোসাইটি যৌথভাবে এই উদ্ধার অভিযান রোববার সকাল থেকে শুরু করে। তবে মাঝে-মধ্যে বৃষ্টির কারণেেএ অভিযান বন্ধ ছিল।

বান্দরবান ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার ইকবাল হোসেন উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, দুর্ঘটনাস্থলটি পাহাড়ের গভীর খাদে হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

গেলো রোববার সকাল ১১টায় বান্দরবান রুমা সড়কে পাহাড় ধসে ৫ জন নিখোঁজ হন। ওই দিন বিকেলে ১ জনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। পরের দিন সোমবার বাঁশখালী নদী থেকে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ রয়েছেন ৩ জন। তারা হলেন, রুমা উপজেলা পোস্টমাস্টার জবিউল আলম, কৃষি ব্যাংক কর্মকর্তা গৌতম নন্দি ও সিমোচিং নামের এক আদিবাসী নারী।

জেবি/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্দরবানে ব্যাংক ডাকাতি, ৫২ জন দুদিনের রিমান্ডে
শ্রীপুরে পুকুর থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
নিখোঁজের ২০ বছর পর মা-বাবার কাছে ফিরলেন সন্তান 
বান্দরবানে আরও ১ কুকি-চিন সদস্য কারাগারে
X
Fresh