• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বান্দরবানে পাহাড় ধস: তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, বান্দরবান

  ২৬ জুলাই ২০১৭, ১২:৩২

বান্দরবানে পাহাড় ধসের ঘটনায় এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন। বুধবার সকাল থেকে ফের তাদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে সেনাবাহিনী, দমকল বাহিনী ও রেডক্রিসেন্ট সোসাইটি।

এদিকে উদ্ধারকর্মীরা জানান, পাহাড়ের গভীর খাদে পড়ে যাওয়ায় তাদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

গেলো রোববার সকাল ১১টায় পাহাড় ধসে ৪ জন নিখোঁজ হন। ওই দিন বিকেলে ১ জনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হলেও এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন। তারা হলেন রুমা উপজেলার পোস্ট মাস্টার জবিউল আলম, কৃষি ব্যাংক কর্মকর্তা গৌতম নন্দি ও সিমোচিং নামের এক আদিবাসী নারী।

এর আগে শনিবার ভারি বর্ষণের পর রোববার বান্দরবান-রুমা সড়কের দনিয়াল পাড়ার কাছে পাহাড় ধসে সড়কের ওপর পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেসময় একটি বাস দনিয়াল পাড়ার কাছে পৌঁছলে যাত্রীরা বাস থেকে নেমে ওই জায়গাটি পায়ে হেঁটে পার হওয়ার সময় তাদের ওপর ফের পাহাড় ধসে পড়ে। পরে ঘটনাস্থল থেকে সহকারি শিক্ষিকা চিং মারমার (৪২) মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন ৩ জন।

রোববার সারাদিন উদ্ধার অভিযান চালানোর পর সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করা হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ভারি বর্ষণ অব্যাহত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, পাহাড় ধসে নিহত ও নিখোঁজদের পরিবারের প্রত্যেককে বিশ হাজার টাকা করে প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাল্টিমোরে জাহাজের ধাক্কায় সেতু ধসে পড়ার ঘটনায় যা জানা গেল
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
শ্রীলঙ্কার রান পাহাড়ে উঠতে বিশ্বরেকর্ড গড়তে হবে টাইগারদের
পালিয়ে আসা ১৭৯ বিজিপি সদস্যকে রাখা হলো বিজিবি স্কুলে
X
Fresh