• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

রাজশাহী সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২১ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৮
রামেকে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু
ছবি : সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রামেক হাসপাতালের আইসিইউ ইউনিটের প্রধান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. আবু হেনা মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালের আইসিইউ বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ব্যক্তির নাম রাকিবুল (২২)। তিনি পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরি করতেন।

হাসপাতালের দেওয়া তথ্যমতে, গত ১৭ সেপ্টেম্বর বিকেলে রাকিবুলকে রামেক হাসপাতালে ভর্তি হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন দুপুর ২টার দিকে হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়। এদিকে বর্তমানে হাসপাতালে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। সোমবার পর্যন্ত এ সংখ্যা ছিল সাতজন।

মৃত ব্যক্তির পরিবার জাননা, রাকিবুল এ বছরের শুরুতে বিয়ে করেছিল। একমাস হলো নতুন চাকরিতে যোগদান করেছিলেন। জ্বর, মাথা ও পেট ব্যথা নিয়ে উপজেলার একটি হাসপাতালে ভর্তির পর গত পরশু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

এ বিষয়ে রামেক হাসপাতালের আইসিইউ ইউনিটের প্রধান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, ডেঙ্গুর কারণে মাত্রাতিরিক্ত জ্বরসহ কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাধবদীতে হিটস্ট্রোকে এক যুবকের মৃত্যু
ঝালকাঠিতে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
সিএনজিচালককে হত্যায় ২ যুবকের মৃত্যুদণ্ড 
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh