• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যন্ত্রণায় ছটফট করতে করতে প্রাণ গেলো রাজলক্ষীর (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, মৌলভীবাজার

  ২১ জুলাই ২০১৭, ২২:৪১

যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে জীবনের অবসান ঘটিয়ে পৃথিবী থেকে বিদায় নিলো 'রাজলক্ষী' নামের হাতিটি।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। হাতিটির মৃত্যুর খবর নিশ্চিত করেন শ্রীমঙ্গল উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান।

তিনি জানান, হাতিটি মারা যাওয়ায় মৌলভীবাজার জেলা প্রাণি সম্পদ কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই তদন্ত কমিটির সিদ্ধান্ত মতে ঢাকা থেকে অভিজ্ঞ টিম এনে এর ময়নাতদন্ত করা হবে।

হাতিটিকে গেলো শুক্রবার রাত ১০টায় ব্রাহ্মণবাড়ীয়া থেকে ট্রাকে করে কমলগঞ্জ আনা হচ্ছিল।

পরে শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোডের ৫ নম্বর ব্রিজের কাছে হাতিটিকে ট্রাক থেকে নামানোর সময় আঘাতপ্রাপ্ত হয়ে ১ সপ্তাহ ধরে সেখানেই অবস্থান করছিল। তাকে আর স্থানান্তর করা সম্ভব হয়নি।

হাতির মালিক সিরাজুল ইসলাম জানান, বিভিন্ন কাজের জন্য হাতিটিকে ভাড়া দেয়া হতো। কয়েক মাস আগে ব্রাম্মণবাড়িয়ার এক লোক সার্কাসের জন্য 'রাজলক্ষী'কে ভাড়া নেয়।

দুই মাস কাজ বন্ধ থাকায় হাতিটিকে খাওয়ানোর জন্য কমলগঞ্জ নিয়ে আসা হচ্ছিল। সেখানেই ট্রাক থেকে নামতে গিয়ে হাতিটি আঘাতপ্রাপ্ত হয়।

এরপর থেকে হাতিটিকে চিকিৎসা দিয়ে আসছে শ্রীমঙ্গল প্রাণি সম্পদ হাসপাতালের কর্মকর্তারা।

এ ব্যাপারে শ্রীমঙ্গল প্রাণি সম্পদ বিভাগের চিকিৎসক ডা. আরিফুর রহমান জানান, ৭ দিন ধরে হাতিটিকে ঢাকা চিড়িয়াখানা ও ডুলাহাজরা সাফারি পার্কের চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা দেয়া হচ্ছিল।

গেলো বুধবার সন্ধ্যার পর থেকে হাতিটি খাবার বন্ধ করে দিলে, খাবারের যোগান হিসেবে তাকে স্যালাইন দেয়া হয়।

তবে বৃহস্পতিবার সকালের দিকে একটু একটু খাবার নিলেও পরিমাণে তা খুব কম ছিল।

তিনি আরো জানান, হাতিটি ট্রাক থেকে নামাতে গিয়ে মেরুদণ্ডে আঘাত পেয়েছিল। যার জন্যই সে পেছনের ডান পা নড়াতে পারছিল না।

হাতির মালিক সিরাজুল ইসলাম জানান, দাদার আমল থেকেই তারা হাতি পালন করে আসছিলেন। একসময় তাদের ৮টি হাতি ছিল। এখন মাত্র আছে ২টি। অপর হাতিটি তাদের চাচার অংশে পড়েছে। আর এই রাজলক্ষীর মা পড়ে ছিল তাদের অংশে।

তিনি জানান, এই রাজলক্ষীই তাদের পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। তার মৃত্যুতে পরিবারটি চোখে অন্ধকার দেখছে।

বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, হাতিটি একটি পরিত্যাক্ত জমিতে পড়ে ছিল। খাবার দিলে খাবার নিচ্ছিলো না। লোকজন রাতেও হাতিটিকে দেখতে ভিড় করে রেখেছে। এ সময় হাতিটির চোখ দিয়ে অঝরধারায় পানি পড়ছিল।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, প্রায়ই হাতি দিয়ে গাছ ও বিভিন্ন ভারি জিনিসপত্র বহন করা হয়। এতে করে হাতির প্রচুর পরিশ্রম হয়। ফলে হাতিগুলো অসুস্থ হয়ে পড়ে।

এসব ব্যাপারে বন বিভাগকে দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান তারা।

গেলো বছরের ১৬ আগস্ট ভারত থেকে বানের জলে ভেসে আসা বঙ্গ বাহাদুর নামে একটি হাতি জামালপুরের সরিষাবাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জেবি/এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh