• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাণিজ্যিক কারণে মাগুরায় বাড়ছে ড্রাগন ফল চাষ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জুলাই ২০১৭, ১২:৪৬

প্রথমদিকে ড্রাগন ফল চাষে এতটা আগ্রহ দেখা যায়নি মাগুরার চাষিদের মধ্যে। তবে বাণিজ্যিকভাবে এর গুরুত্ব বাড়ার কারণে দিন দিন এখানকার চাষিদের মধ্যে বেড়েই চলেছে ড্রাগন ফলের চাষ। স্থানীয়ভাবে এ বছর ৩০টি প্লটে ড্রাগন ফলের চাষ হয়েছে।

ভালো ফলন হওয়ায় এরইমধ্যে কিছু বাগান থেকে আশানুরূপ মুনাফা পেতে শুরু করেছেন ড্রাগন ফল চাষিরা।

গেলো তিন বছর ধরে মাগুরার সাইত্রিশ, কুকিলা, সাজিয়াড়া, ইছাখাদাসহ বিভিন্ন এলাকার বেশ ক’টি বাগানে ব্যাপক হারে চাষ হচ্ছে ড্রাগন ফল।

অন্যান্য ফলের তুলনায় ড্রাগন চাষে খরচ কম এবং সহজেই অধিক পরিমাণে উৎপাদন করা যায়। তাই মাগুরার চাষিদের অনেকেই ড্রাগন ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

২০১৫ সাল থেকে মাগুরায় বানিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ শুরু হয়। পরের বছর থেকেই আর্থিকভাবে লাভবান হতে থাকেন চাষিরা।

জেলা উদ্যানতত্ব বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রাগন ফল রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে আর্থিকভাবে লাভবান হওয়ায় মাগুরার চাষিরা ড্রাগন ফল চাষ করতে আগ্রহী হয়ে উঠছে।

এক্ষেত্রে চাষিদেরকে আগ্রহী করতে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলেও জেলা উদ্যানতত্ব বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh