• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সন্তানকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২২, ০৯:০৫
সন্তানকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা
ফাইল ছবি

খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় গ্রেপ্তারকৃত ছেলেকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালিয়েছেন এক বাবা। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুন) সকালে খানজাহান আলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত ব্যক্তিরা হলেন খানজাহান আলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহারিয়ার হাসান, কনস্টেবল মাহাবুব ইসলাম ও সাব-ইন্সপেক্টর রাকিবুল ইসলাম রাকিব।

খানজাহান আলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাসান জানান, সোমবার (২৭ জুন) বিকেলে খুলনা নগরীর পথের বাজার চেকপোস্ট থেকে খায়রুল (৩০) নামে এক যুবককে ৫০০ গ্রাম গান পাউডারসহ গ্রেপ্তার করা হয়। পরে একই দিন রাত ৯টার দিকে খায়রুলের দেওয়া তথ্য অনুযায়ী নগরীর পূর্ব বানিয়াখামার বড় মসজিদের মোড়ে অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার করা হয় ইব্রাহিম হোসাইন ও ইসমাইল হোসাইন নামে দুজনকে। তখন খায়রুলের বাবা লোকজন নিয়ে পুলিশের ওপর হামলা করলে তিনজন আহত হন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
X
Fresh