• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পদ্মা সেতুতে পিকআপ ভ্যান উল্টে আহত ৩

আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২২, ১৮:২০
পদ্মা সেতুতে পিকআপ ভ্যান উল্টে আহত ৩

পদ্মা সেতুতে একটি পেঁয়াজবাহী পিকআপ ভ্যান উল্টে ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুন) বিকেল পৌনে ৬টার দিকে মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। লৌহজং থানার ওসি আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুর্ঘটনার কারণে পিকআপে থাকা ১৩৪ বস্তা পেঁয়াজ ছিটকে রাস্তায় পড়ে গেছে এবং সেতুর নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা একটি গাড়িও দুর্ঘটনার শিকার হয়েছে। এ জন্য মূল সেতুতে ধীরগতিতে যান চলাচল করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি পিকআপ ভ্যান মাওয়া প্রান্তের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসে। এরপর সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পেঁয়াজের মালিক সাহেদ জানান, ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলেন তিনি। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এসে তার পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে তার অনেক পেঁয়াজ রাস্তায় পড়ে যায়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমাদের সাহস অনেক বেড়ে গেছে : তথ্য প্রতিমন্ত্রী
টাঙ্গাইলে পিকআপ ভ্যানের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত
‘পদ্মা সেতুতে দৈনিক আয় সোয়া ২ কোটি টাকা’
চলতি বছরই শেষ হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ : কাদের
X
Fresh