• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২২, ০২:৫৫
হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার মোবারক আলী টিলার নারিশ্চা ছোট্ট খাল এলাকায় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুন) রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শাহ্ আলম (৫৫) শিলক ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, আজ রোববার সন্ধ্যায় এক ব্যক্তিকে হাতি আক্রমণ করেছে এমন সংবাদে শুনে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় গিয়ে দেখেন সেখানে শাহ্ আলমের মরদেহ পড়ে আছে। তবে ঘটনাস্থলে হাতিটিকে পাওয়া যায়নি। পরে তারা পুলিশকে সংবাদ দেন।

রাঙ্গুনিয়া নারিশ্চা বন বিভাগের বিট কর্মকর্তা মিন্টু কুমার দে বলেন, এ খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত শাহ আলমকে আক্রমণের পর হাতিটি বনে চলে গেছে। পরিবারের আবেদন সাপেক্ষে ক্ষতিপূরণ দেওয়া হবে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলাম বলেন, আজ রোববার সন্ধ্যায় এ খবর শুনেই আমরা ঘটনাস্থল যাই। গিয়ে দেখি, নিহত ব্যক্তির মরদেহ নারিশ্চা এলাকার একটি খালের পাড়ে পড়ে আছে। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিয়ায় দেখা মিলল বিষধর ‘ইয়েলো-বেলিড সি স্নেক’
বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, সাগরে ভাসছে ১২ নাবিক
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির মরদেহ
X
Fresh