• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

উৎসব উদযাপনে দৃষ্টি কেড়েছে পদ্মা সেতুর রেপ্লিকা

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ জুন ২০২২, ১৭:১৪
উৎসব উদযাপনে দৃষ্টি কেড়েছে পদ্মা সেতুর রেপ্লিকা

উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ পদ্মা সেতু আর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সরাসরি দেখতে পারেননি। তবে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে উদ্বোধন ও উৎসব উদযাপনে জেলা প্রশাসনের তৈরিকৃত পদ্মা সেতুর রেপ্লিকা (অবিকল প্রতিরূপ) দৃষ্টি কেড়েছে স্থানীয়দের।

উৎসুক জনতা শনিবার (২৫ জুন) সকাল থেকেই টিভির পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান আর পদ্মা সেতুর এই রেপ্লিকা দেখতে ভিড় করেন মানুষ। এর আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে। এতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজের শিক্ষার্থীসহ ১০ হাজারের বেশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এদিকে টেলিভিশনের পর্দায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে পঞ্চগড়েও বেলুন ও পায়রা অবমুক্ত করে উদ্বোধন করেন স্বপ্নের পদ্মা সেতু। এ উপলক্ষ্য রাত ৮টায় আতশবাজি, আলোকসজ্জা এবং ৯টায় শেরেবাংলা মুক্তমঞ্চ ও সরকারি অডিটোরিয়ামে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh