• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ জুন ২০২২, ১৫:১৭
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মোটরসাইকেল-মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামীম আল মামুন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুন) দুপুরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

গত বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে সখীপুর-ঢাকা সড়কের নলুয়া আড়ালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম আল মামুন সখিপুর উপজেলার বোয়ালী গ্রামের কদম আলীর ছেলে এবং করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের সমাজকর্মে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।

নিহতের বড় ভাই সুমন আহমেদ জানায়, গত বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে তার ছোট শামীম আল মামুন ও তার বন্ধু মিলে মোটরসাইকেল যোগে নলুয়া বাজার থেকে নিজবাড়ি বোয়ালী আসার পথে আড়ালিয়াপাড়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শামীম আল মামুন গুরুতর আহত হয়।

পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
হেলিকপ্টারে বউ আনলেন ছাত্রলীগ নেতা
টাঙ্গাইলে তাপমাত্রা ৪০ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
X
Fresh