• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আঞ্চলিক সংগঠনের দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ জুন ২০২২, ১৪:১৬
আঞ্চলিক সংগঠনের দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১
ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় আঞ্চলিক সংগঠনের দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় জলপাই রঙের পোশাক পরিহিত অভিষেক চাকমা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৪ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার দুর্গম গাইন্দ্যা ইউনিয়নের ওগারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন জানান, উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকায় আঞ্চলিক সংগঠনের দুই দলের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। দুপুরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জলপাই রঙের পোশাক পরিহিত একজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস)-এর সদস্য বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাশ বলেন, গত শুক্রবার রাতে দু’পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনাটি ঘটেছে। রাজস্থলী থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুমা ও বিলাইছড়ি সীমান্তে তুমুল গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
মিয়ানমার থেকে আবারও ভেসে আসছে গোলাগুলির শব্দ
যুক্তরাষ্ট্রে ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলি, আহত ৩
X
Fresh