• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিক্ষা কার্যক্রম (ভিডিও)

পটুয়াখালী প্রতিনিধি

  ০৫ জুলাই ২০১৭, ১৬:৫৭

পটুয়াখালীর ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে। দীর্ঘদিন সংস্কার না করায় এসব স্কুল ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। খসে পড়েছে ছাদ ও দেয়ালের পলেস্তার। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সতের হাজার।

এদিকে শিক্ষা অফিসের তথ্যানুযায়ী জেলার কলাপাড়ায় তিনটি স্কুলের কোনো ভবনই নেই এবং ৬টির অবস্থা জরাজীর্ণ। গলাচিপায় ৩টি পরিত্যক্ত, দু’টি স্কুলের ভবন নেই এবং ১৭ টি বিদ্যালয় ঝুঁকিপূর্ণ।

দশমিনায় একটি বিদ্যালয়ের পাঠদান চলে খোলা আকাশের নিচে। এছাড়া ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ১৪ টি। সদর উপজেলায় আরো দু’টি স্কুলের ভবন নেই এবং ঝুঁকিপূর্ণ ১২টি।

বাউফল, মির্জাগঞ্জ আর রাঙ্গাবালি উপজেলায় জরাজীর্ণ বিদ্যালয়ের সংখ্যা ৪৭টি। আর উপায় না থাকায় এসব বিদ্যালয়ে খোলা আকাশের নিচে ও চরম ঝুঁকি নিয়ে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে বলে জানান শিক্ষকরা।

এরই মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হলেও মেলেনি কোনো সুফল।

তবে কোমলমতি এসব শিশুদের জন্য নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিতে ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের পাশাপাশি দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি এখন এলাকাবাসীর।

আরকে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh