• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোয় নাঈম গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২২, ০৮:৪৩
পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোয় নাঈম গ্রেপ্তার

পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে গুজব ছড়ানোর দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ জুন) সকালে রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এফ এম সায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৮ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের হাবিবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই এলাকার সুলপিনা গ্রামের নুর ইসলামের ছেলে নাঈম খান।

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এফ এম সায়েদ বলেন, মঙ্গলবার (৭ জুন) বিকেলে ফেসবুকে আইডিয়াল নাঈম নামে একটি আইডি থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে স্ট্যাটাস দেওয়া হয়।

তিনি আরও বলেন, ফেসবুক স্ট্যাটাসটিতে প্রধানমন্ত্রী, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ছবিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিদের ছবি ব্যবহার করা হয়। তবে এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
‘শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র’
ব্যাংক একীভূতকরণ নিয়ে যা জানাল বাংলাদেশ ব্যাংক
দাউদকান্দিতে গণমাধ্যম কর্মীদের সাথে সর্বজনীন পেনশন নিয়ে মতবিনিময়
X
Fresh