• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট, কুষ্টিয়া

  ০২ জুলাই ২০১৭, ১৫:১০

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রাঘাতে ছাত্রসহ ৫ জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।

রোববার দুপুরে ছাতিয়ান ইউনিয়নের ধলশা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলো আটিগ্রামের মৃত রহম বিশ্বাসের ছেলে ঘাস বিক্রেতা আবুল কাশেম (৪৮), সমছের আলীর ছেলে শাহিনুল ইসলাম (৪২), ঢাকায়পুর গ্রামের হাসেন আলীর ছেলে স্কুলছাত্র আশিক (১৪), কয়ারী গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে কৃষক মোশাররফ হোসেন (৬৫) ও আমলার কুশাবাড়ীয়া গ্রামের আক্তার মণ্ডলের ছেলে আব্দুস সাত্তার (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর দেড়টার দিকে বৃষ্টি শুরু হলে কয়েকজন কৃষক ও এক ছাত্র ধলশা গ্রামের একটি গাছের নিচে দাঁড়ায়। এসময় তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয়রা বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিলে আরো দু’জনের মৃত্যু হয়।

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বজ্রাঘাতে নিহত তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। আর দু’জনের মরদেহ পরিবারের লোকজন আটিগ্রামে তাদের বাড়িতে নিয়ে গেছে।

এদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসএস/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh