• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় জঙ্গি আস্তানায় ১৪৪ ধারা জারি

আরটিভি অনলাইন রিপোর্ট, কুষ্টিয়া

  ০১ জুলাই ২০১৭, ১৭:৪১

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের জঙ্গি আস্তানার পাঁচশ’ গজের মধ্যে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এ আদেশ জারি করেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ জারি থাকেবে।

এর আগে শনিবার বামনপাড়া তলতলা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন নারী জঙ্গিকে আটক করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিট (সিটিটিসি) ও কুষ্টিয়া জেলা পুলিশ।

পুলিশ জানায়, আটক তিনজনের মধ্যে একজন নব্য জেএমবির আমির আইয়ুব আলীর স্ত্রী তিথি। আরেকজন নিউ জেএমবির সেকেন্ড ইন কমান্ডের স্ত্রী সুমাইয়া ও আরমান আলীর স্ত্রী টলি আরা।

কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) এস এম মেহেদি হাসান জানিয়েছেন, তথ্য পাওয়া যায়, ভেড়ামারা তালতলা মসজিদের পাশে একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। শুক্রবার রাত ৩টার দিকে পুলিশ ও সিটিটিসি যৌথভাবে ওই বাড়িতে অভিযান চালায়। পরে তিন নারীকে আটক করা হয়। এছাড়াও ওই বাড়ি থেকে দুটি সুইসাইডাল ভেস্ট, একটি পিস্তল, ম্যাগজিন ও গান পাউডার উদ্ধার করেছে পুলিশ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh