• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আনসার আল ইসলামের নারী সদস্য আটক

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ মে ২০২২, ২৩:২১
আনসার আল ইসলামের নারী সদস্য আটক

নেত্রকোণার চল্লিশা উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোছা. শারমিন আক্তার (১৭) নামের এক কিশোরীকে আটক করেছে র‌্যাব।

শনিবার (২৮ মে) রাতে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

আটককৃত ব্যক্তি সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মুগরাটিয়া কান্দাপাড়া গ্রামের সবুজ মিয়ার মেয়ে মোছা. শারমিন আক্তার (১৭)।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, আটককৃত শারমিন নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম নামে একটি জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে কাজ করছিল। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় র‌্যাব ৩ এর ডিএডি মো. ইখতিয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা ৩ থেকে ৪ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে নেত্রকোনা সদর থানায় মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
২ টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক     
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh