• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাঁধ নির্মাণ বাস্তবায়নে এক সপ্তাহের আল্টিমেটাম

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ মে ২০২২, ১৯:৩৪
বাঁধ নির্মাণ বাস্তবায়নে এক সপ্তাহের আল্টিমেটাম

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবীতে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

শনিবার (২৮ মে ) দুপুরে উপজেলার চরফলকন ইউনিয়নের পাটওয়ারীর হাট নদী ভাঙা রক্ষা মঞ্চের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এসব কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে বর্ষার আগেই রামগতি ও কমলনগর মেঘনা তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবী জানান তারা।

এদিকে এ সময় দাবী আদায়ে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ, সংশ্লিষ্ট দপ্তরের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করেন আয়োজকরা। তবে মানববন্ধনে বক্তব্য রাখেন, পাটোয়ারী হাট বাঁচাও মঞ্চের আহবায়ক সরোয়ার আলম সরদার, রাকিব হোসেন লোটাস, হুমায়ুন কবির বিপ্লব প্রমুখ। এসময় ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ বলেন, বালু সংকটের কারণে কিছু দিন কাজ বন্ধ করে রেখেছিলেন ঠিকাদার। দুই একদিনের মধ্যেই বাঁধ নির্মাণের কাজ পুনরায় শুরু হবে। তবে পাটোয়ারির হাট এলাকায় বাঁধ নির্মানের প্রকল্পটির দরপত্র মূল্যায়নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে ।

উল্লেখ্য, গত বছরের জুন মাসে একনেকের সভায় রামগতি ও কমলনগর নদীর তীর রক্ষা বাঁধের জন্য প্রায় ৩১০০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ জানুয়ারি কমলনগর উপজেলার সাহেবের হাট ইউনিয়নে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। কাজ শুরু হলেও কিছুদিন পর ঠিকাদাররা তা বন্ধ রাখেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
গাজায় এক সপ্তাহে শতাধিক ত্রাণকর্মী নিহত
নৌপরিবহন মন্ত্রণালয় চলতি অর্থবছরে ৩১টি প্রকল্প বাস্তবায়ন করছে
ডিআইইউতে ১০ শিক্ষার্থী বহিস্কারে ডিইউজের আল্টিমেটাম
X
Fresh