• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কুসিক নির্বাচন : প্রতীক পেয়েই প্রচারে নামলেন প্রার্থীরা

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ২৭ মে ২০২২, ২০:৪৫
কুসিক নির্বাচন : প্রতীক পেয়েই প্রচারে নামলেন প্রার্থীরা
ছবি: আরটিভি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ৯টা থেকে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৩৬ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত (নৌকা), স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল (হরিন) ও বাংলাদেশ ইসলামি আন্দোলন রাশেদুল ইসলাম (হাতপাখা) প্রতীক বরাদ্দ পায়।

প্রতীক পেয়ে বিকেলেই নগরীর ২২ ওয়ার্ডের নওয়াগাও চৌমুহনী এলাকা থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলররাও প্রচারণায় নামেন।

উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। আগামী ১৫ জুন ১০৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনী সংস্কৃতির চিরন্তন পাঠটি সুখকর না
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন সিদ্ধান্ত
যে কারণে স্ট্যাটাস দিয়ে ডিপজলকে ভোট দেওয়ার ঘোষণা দিলেন আন্না
অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক
X
Fresh