Mir cement
logo
  • ঢাকা সোমবার, ২৭ জুন ২০২২, ১৩ আষাঢ় ১৪২৯

মানিকগঞ্জ (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

  ২৭ মে ২০২২, ১৫:৪৩
আপডেট : ২৭ মে ২০২২, ১৫:৫৬

নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর

নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর
ছবি: আরটিভি নিউজ

মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলাকায় কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রোহান নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মে) দুপুর পৌনে ২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। শিশু রোহান নদী তীরবর্তী পশ্চিম দাশড়া গ্রামের প্রবাল হোসেনের একমাত্র ছেলে।

নিহত রোহানের চাচা জাফর ইকবাল জানান, শিশু রোহানের আজ সুন্নতে খৎনা দেওয়ার কথা ছিল। বাড়ির লোকজন অনুষ্ঠানের কাজে ব্যস্ত থাকার ফাঁকে সকাল ১১টার দিকে শিশুটি তার চাচাতো ভাইয়েরা মিলে নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় দুই শিশু পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা শিশুর চিৎকারে বাড়ির লোকজন গিয়ে এক শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও রোহান নামে অপর শিশুটি নিখোঁজ থাকে।

খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে শিবালয় থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রোহানের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তামান্না রহমান তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS