• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ মে ২০২২, ১৫:৩৩
আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার
ছবি: আরটিভি নিউজ

নওগাঁয় আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য রুবেল শেখ (৩৫)’কে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পাবনা জেলার সুজানগর থানার মমরাজপুর গ্রামের আ. রাজ্জাক শেখের ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে উপজেলার সাহেবগঞ্জ বাজারের জহরুল ইসলাম নামে এক ব্যবসায়ী নগদ ৯০ হাজার টাকা ও ২৮ হাজার টাকার রিচার্জ কার্ড নিয়ে দোকানে আসে। দোকানের এক পাশের সাটার খুলে টাকাসহ ব্যাগ দোকানের ভিতর রেখে অন্য পাশের সাটার খুলতে যায়। এই সুযোগে আসামি কৌশলে গামছা দিয়ে দোকান আড়াল করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে ওই ব্যবসায়ী থানায় মামলা করলে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে গোয়েন্দা সংস্থার তথ্য ও তথ্য প্রযুক্তির ব্যাবহারে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামি স্বীকার করে সে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। সে বিভিন্ন জেলায় এসব কার্যক্রম পরিচালনা। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক পুলিশের মৃত্যু
সাপাহারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
X
Fresh