• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নেবুলাইজারে মিলল স্বর্ণ

সিলেট (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

  ২৭ মে ২০২২, ১৫:১৩
নেবুলাইজারে মিলল স্বর্ণ
ফাইল ছবি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। দুবাইয়ের একটি ফ্লাইটে আসা আলী আহমদ নামের ওই যাত্রীর কাছ থেকে শুক্রবার (২৭ মে) সকাল ৭টার দিকে স্বর্ণ ভরা ১১টি পাত উদ্ধার করা হয়।

আলী আহমদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দরগার বাজারের উজান মেহেরপুর গ্রামে।

বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ বিমানের বিজি-০২৪৮ ফ্লাইট সকাল ৭টায় ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। আলীকে তল্লাশির সময় তার কাছে থাকা নেবুলাইজারের ভেতর থেকে ১১টি পাত উদ্ধার করা হয়। পাতের ভেতরে ভরে তিনি স্বর্ণ নিয়ে এসেছেন।

উপকমিশনার বলেন, এ ঘটনায় আলীকে আটক করা হয়েছে। তার নামে মামলা দিয়ে বিকেলে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যান্ত্রিক ত্রুটি, ১৯ ঘণ্টা পর ছেড়ে গেল বিমানের ফ্লাইট
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
স্বর্ণের দাম আরও কমলো
বিশ্বমঞ্চে বক্সিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি জিন্নাত ফেরদৌস
X
Fresh